দৌলতখান সংবাদদাতা
প্রথম আলো’র সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে হেনস্থা ও মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদ এবং তার নি:শর্ত মুক্তির দাবিতে দৌলতখান রিপোটার্স ইউনিটি ১৯ মে বুধবার সকালে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। মানববন্ধন থেকে রোজিনা ইসলামের নি:শর্ত মুক্তি ও দোষীদের আইনের আওতায় আনার জোর দাবী জানান হয়।
মানব বন্ধনে বক্তব্য রাখেন, দৌলতখান রিপোটার্স ইউনিটির সভাপতি মতিউর রহমান, সহ-সভাপতি মীর গিয়াস, সেক্রেটারি কাজী জামাল প্রমুখ।এসময় রিপোটার্স ইউনিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।