সাইফের ফিফটিতে জয় পেল প্রাইম দোলেশ্বর

0
12

ক্রীড়া প্রতিবেদক
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আজ মিরপুর শেরেবাংলায় শাইনপুকুরের বিপক্ষে ৪ উইকেটে জয় পেয়েছে প্রাইম দোলেশ্বর।

টসে জিতে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে দোলেশ্বরকে সামনে ১৬৩ রানের চ্যালেঞ্জ ছুড়ে দেয় শাইনপুকুর।

দুই বল বাকি থাকতে ৬ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় দোলেশ্বর।

দোলেশ্বরের এ জয়ে সবচেয়ে বেশি অবদান টপ অর্ডার ব্যাটসম্যান সাইফ হাসান ও ফজলে মাহমুদের।

শাইনপুকুরের বোলার তানভির ও সুমনকে তুলোধোনা করে মাত্র ৩৫ বলে ফিফটি হাঁকিয়েছেন সাইফ। যেখানে ৩ বাউন্ডারি ও ৪টি ছক্কার মার রয়েছে।

ফিফটি না পেলেও ৩৩ বলে ৪১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন ফজলে। ৬টি বাউন্ডারি আর ১টি ছক্কা মেরেছেন তিনি।

এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে শাইনপুকুরের দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাব্বির হোসেন।

পেসার ফরহাদ রেজাকে বেদম পিটুনি দিয়ে ৪.৩ ওভারে ৪৯ রানে স্কোরবোর্ডে জমা করেন তারা।

এরপরই প্রথম ব্রেকথ্রু এনে দেন অফস্পিনার শামিম পাটোয়ারি।

তার বলে স্লগ সুইপ করতে গিয়ে আউট হন তানজিদ তামিম। ব্যাকফুটের শট ফ্রন্টফুটেই খেলতে গিয়ে আকাশে ক্যাচ তুলে দেন তামিম। নিজের বলে নিজেই পিচের ৫ গজ দূরে দাঁড়িয়ে ধরে ফেলেন শামিম পাটোয়ারি।

ইনিংসের শেষ বলে তুখোড় ফিল্ডার শামিম পাটোয়ারির দারুণ ক্যাচের শিকার হন ঝড়ো ইনিংস খেলা অংকন।

বিউল ও অংকরেন ইনিংসে ওপর ভর করেই ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৬২ রানের লড়াকু পুঁজি পায় শাইনপুকুর।

৪ ওভারে ২১ রানে ২ উইকেট শিকার করেছেন শামিম পাটোয়ারি। ৪ ওভারে ২২ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন পেসার রেজাউর রহমানও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here