সাভার গণস্বাস্থ্য কেন্দ্রে ডা. জাফরুল্লাহর দাফন সম্পন্ন

0
2

নিজস্ব প্রতিবেদক
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি, বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ আজ শুক্রবার সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে দাফন করা হয়েছে। জুমার নামাজের পর জানাজা শেষে তাকে সমাহিত করা হয়।
ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী নারী নেত্রী শিরিন পি হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য বৃহস্পতিবার সকাল ১০টায় ডা. জাফরুল্লাহ চৌধুরীর লাশ কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয়। সেখানে সুশীল সমাজ ও রাজনৈতিক দলের প্রতিনিধি, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং সাধারণ মানুষ তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। দুপুর সাড়ে ১২টার দিকে গার্ড অব অনার প্রদান করা হয়।

এরপর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে দুপুর আড়াইটায় ডা. জাফরুল্লাহর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ পড়ান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব সৈয়দ এমদাদ উদ্দিন।

প্রসঙ্গত, গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১১ এপ্রিল রাত ১১টার দিকে মারা যান ডা. জাফরুল্লাহ চৌধুরী। দীর্ঘদিন ধরে তিনি কিডনি জটিলতায় ভুগছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here