নিজস্ব প্রতিবেদক
নানা আয়োজনে রোবাবর পালিত হয়েছে ইতিহাসের বেদনাবিধুর স্মৃতি বিজড়িত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। দিনটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। একই সঙ্গে বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্যদের হত্যার নেপথ্য হোতাদের বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল রবিবার বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে এসেছিলেন বাংলার সাধারণ মানুষ। শোকাবহ ভাবগাম্ভীর্যের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে তারা শ্রদ্ধা জানিয়েছেন ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে।
পাশাপাশি টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতেও মানুষের ঢল নামে। অগণিত মানুষের ভিড় জমে যায় বনানী কবরস্থানে, বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের কবরে শ্রদ্ধা নিবেদনের জন্য।
ভোর থেকেই স্বাধীন বাংলাদেশের স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ জমায়েত হতে থাকেন।
বিভিন্ন স্থানে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহ নানা আয়োজনে স্মরণ করে শোকের এই দিনকে। মিলাদ মাহফিলের আয়োজন করে নিহতদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। বাদ জোহর দেশের বিভিন্ন মসজিদে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া মন্দির, গির্জা, প্যাগোডায় সুবিধামতো সময়ে প্রার্থনা করা হয়।