সারাদেশে শেখ রাসেল দিবস পালন করলো বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা

0
29

নিজস্ব প্রতিবেদক

অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষাসহ বাংলাদেশের সকল শিশুকে সুশিক্ষিত করে তোলাই হোক শেখ রাসেল দিবসের অঙ্গীকার। এই প্রতিপাদ্য নিয়ে আজ ‘শেখ রাসেল দিবস’ পালন করেছে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা। সারাদেশের মেলার শাখাসমূহে এ উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

শেখ রাসেল দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা ঢাকা মহানগর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ।

আলোচনার শুরুতে সংগঠনের মহানগর নেতা ফায়সাল শেখ রাসেলের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন। সব শেষে শিশুদের নিয়ে অনুষ্ঠানে ইকবাল সোবহান চৌধুরী শেখ রাসেলের জন্মদিনের কেক কাটেন।

মহানগরের সাংগঠনিক সম্পাদক সারোয়ার কামাল চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার মহানগরের সভাপতি রহমতউল্লাহ সবুজ। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পরিচালক মহীউদ্দিন মানু, সভাপতি মিয়া মনসফ, সাধারণ সম্পাদক ইয়াছিন মোহাম্মদ, সভপতিমন্ডলীর সদস্য সাইফুল ইসলাম, জাফর আহমেদ ফারুক প্রমূখ।

এদিকে আজ চট্গ্রাম জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চট্টগ্রাম দক্ষিণ জেলা আয়োজিত শেখ রাসেল দিবসের অনুষ্ঠান চট্টগ্রাম জেলা প্রশাসক মোঃ মমিনুর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং আলোচনা শেষে শিশুদের নিয়ে শেখ রাসেলের জন্মদিনের কেক কাটেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here