সাড়ে দশ হাজার শিক্ষার্থীর বৃত্তি-তালিকা প্রকাশ

0
2

নিজস্ব প্রতিবেদক
করোনা পরিস্থিতির কারনে গত বছরের এইচএসসি পরীক্ষার্থীদের ফলাফল ‘অটোপাস’- এর ভিত্তিতে নির্ধারণ করা হয়। ওই পরীক্ষায় দেশের বিভিন্ন শিক্ষা বোর্ড থেকে মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি পেয়েছে ১০ হাজার ৫০১ এইচএসসি পাস করা শিক্ষার্থী। সংশ্লিষ্ট বোর্ড কর্তৃপক্ষ গত (২২ এপ্রিল) বৃহস্পতিবার বিভিন্ন শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এই বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করছে।
জানা গেছে, যারা মেধা বৃত্তি পেয়েছেন, তাদের মাসিক ৮২৫ টাকা ও বছরে এককালীন ১ হাজার ৮০০ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তদের মাসে ৩৭৫ টাকা এবং বছরে এককালীন ৭৫০ টাকা করে দেয়া হবে। এতে বলা হয়েছে, এবার এইচএসসি পরীক্ষায় মেধাবৃত্তি পেয়েছেন মোট এক হাজার ১২৫ শিক্ষার্থী। অন্যদিকে সাধারণ বৃত্তি পেয়েছেন ৯ হাজার ৩৭৬ শিক্ষার্থী।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here