সাড়ে ৫২ কোটি টাকার বই বিক্রি হলো এবারের মেলায়

0
8

নিজস্ব প্রতিবেদক
করোনাভাইরাস মহামারির কারণে বিলম্বে শুরু হওয়া অমর একুশে বইমেলা ৩১ দিন অতিক্রম করে আজ পর্দা নামলো। এবার মেলায় কম করে ৫২ কোটি ৫০ লাখ টাকার বই বিক্রি হয়েছে বলে জানিয়েছে বাংলা একাডেমি।

বৃহস্পতিবার (১৭ মার্চ) মেলার শেষ দিন সন্ধ্যায় বাংলা একাডেমি প্রাঙ্গণে সমাপনী অনুষ্ঠানে বইমেলার সদস্য সচিব জালাল আহমেদ তার প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেন। তবে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ দাবি করেন— এবারের মেলায় বিক্রির পরিমাণ শতকোটি টাকার মতো।

প্রতিবেদন উপস্থাপনকালে জালাল আহমেদ বলেন, ‘এবার বইমেলায় বাংলা একাডেমি এক কোটি ৩৫ লাখ টাকার বই বিক্রি করেছে। মেলায় সর্বমোট বই বিক্রি হয়েছে কমপক্ষে ৫২ কোটি ৫০ লাখ টাকা। বাংলা একাডেমি মেলার শেষ দিকে এসে একটা জরিপ পরিচালনা করে থাকে। সেই জরিপের ভিত্তিতে সর্বমোট বিক্রির তথ্য পাওয়া যায়। এই সংখ্যাটা নিশ্চিত না হলেও মোটামুটি একটি অঙ্ক আমরা দাঁড় করাতে পারি। তবে বিক্রির সংখ্যাটা এর চেয়ে কম নয়, বেশিই হবে।’

উল্লেখ্য, ২০২১ সালে করোনা মহামারির টালমাটাল অবস্থায় বইমেলায় বিক্রি হয়েছিল মাত্র তিন কোটি ১১ লাখ টাকা। তার আগের বছর ২০২০ সালে বইমেলায় ৮২ কোটি টাকার বই বিক্রি হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here