সায়েম সোবহান আনভীরকে ক্র্যাবের শুভেচ্ছা

0
6

নিজস্ব প্রতিবেদক
ঐতিহ্যবাহী ও দেশসেরা ক্রীড়া সংগঠন শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরকে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)।

বুধবার (২ মে) দুপুরে বসুন্ধরা আবাসিক এলাকায় নবনির্বাচিত চেয়ারম্যানের বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন ক্র্যাব নেতারা। এসময় তারা সায়েম সোবহান আনভীরকে ফুলেল শুভেচ্ছা জানান। সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সায়েম সোবহান আনভীর দেশের বিভিন্ন সমস্যা তুলে ধরেন।

তিনি নারী পাচার রোধ ও মাদকের বিরুদ্ধে গণামাধ্যমকর্মীসহ সবাইকে সোচ্চার হওয়ার আহবান জানান। পাশাপাশি সার্বিক
সহযোগিতাসহ ক্র্যাব সদস্যদের কল্যাণে সার্বক্ষণিক পাশে থাকার আশ্বাস দেন। এছাড়া দুর্ঘটনায় আহত ও ক্র্যাবের কোনো সদস্য প্রয়াত হলে তাদের পরিবারকে সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।

মতবিনিময় সভায় ক্র্যাবের সহ-সভাপতি নিত্য গোপাল তুতুর নেতৃত্বে সাধারণ সম্পাদক আলাউদ্দিন আরিফ, যুগ্ম সম্পাদক হাসান-উজ-জামান, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আরিফ, দপ্তর সম্পাদক ইসমাঈল হুসাইন ইমু, প্রচার ও প্রকাশনা সম্পাদক রুদ্র মিজান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুদ্র রাসেল, কার্যনির্বাহী সদস্য গোলাম সাত্তার রনি, এস এম মিন্টু হোসেন, কাজী জামশেদ নাজিম উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here