লালমোহন সংবাদদাতা
ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, ২০০৫ সালের ১৭ আগষ্ট সারাদেশে বিএনপি-জামায়াতের মদদপুষ্ট জেএমবি সারা দেশে সিরিজ বোমা হামলা চালায়। এই বোমা হামলায় জেএমবিকে পিছন থেকে যারা মদদ দিয়েছেন তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে।
১৭ আগষ্ট মঙ্গলবার সকালে বাংলাদেশ আওয়ামী লীগ লালমোহন উপজেলা শাখা, পৌরসভা শাখা ও সকল অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত উপজেলা পরিষদ অডিটরিয়ামে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন শাওন এমপি।
তিনি আর বলেন, সারাদেশে ৫শ সিরিজ বোমা হামলার এখনও ৪৬টির বিচার কার্যক্রম শেষ হয়নি। আমরা দাবী করছি দ্রুত মামলাগুলো শেষ করে দোষীদের কঠিন শাস্তির ব্যবস্থা করা হোক। যাতে এদেশে ভবিষতে কোন জঙ্গীসংগঠন আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।
লালমোহন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল মালেকের সভাপতিত্বে সভায় অন্যাণ্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, লালমোহন উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক ফকরুল আলম হাওলাদারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।