ক্রীড়া প্রতিবেদক
অনুষ্ঠিত হয়ে গেলো বাংলাদেশ সেনাবাহিনী ফুটবল প্রতিযোগিতা-২০২১ এর সমাপনী ও পুরস্কার বিতরণী । সোমবার (২৫ অক্টোবর) সাভার সেনানিবাসে এ সমাপনি অনুষ্ঠিত হয়।
এতে ৯ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও এরিয়া কমান্ডার, সাভার এরিয়া মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হক, এনডিসি, এইচডিএমসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
প্রতিযোগিতায় লজিস্টিকস্ এরিয়া দল চ্যাম্পিয়ন ও ৯ পদাতিক ডিভিশন দল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় সৈনিক সোহাগ, ২৪ পদাতিক ডিভিশন শ্রেষ্ঠ খেলোয়াড় এবং ইউপি ল্যান্স কর্পোরাল রঞ্জু, ১৯ পদাতিক ডিভিশন শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করেন।
গত ১৭ অক্টোবর শুরু হওয়া এই ফুটবল প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের মোট ১৫ টি দল অংশগ্রহণ করে।
সমাপনী অনুষ্ঠানে সাভার অঞ্চলে কর্মরত ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণসহ জেসিও এবং অন্যান্য পদবীর সেনাসদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সেনাসদস্যদের শারীরিক সুস্থতা ও খেলাধুলার মান উন্নয়নে এই প্রতিযোগিতা উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশা করা যায়।