ক্রীড়া প্রতিবেদক
মাঠে বল হাতে নিয়ে বাংলাদেশের শুরুটা বেশ দারুণ। তাসকিনতো শুরুর তিন ওভার নিলেন মেডেন। লাঞ্চের আগের এই ভয়ংকর বোলিং পরে কম দেখা গেছে। ফলে পাল্লেকেল্লে টেস্টের দ্বিতীয় সেশন শেষে ব্যাটিংয়ে ভালো ভিত তৈরি করেছে স্বাগতিক শ্রীলঙ্কা। শুক্রবার দ্বিতীয় সেশনে লঙ্কানদের সংগ্রহ ১ উইকেটে ১১৪ রান। ৩৯ ওভার শেষে একটি উইকেটই সম্বল বাংলাদেশের।
তাসকিন প্রথম ৩ ওভারই নেন মেডেন। তার বলে থিরিমান্নেকে এলবিডব্লিউ দিয়েছিলেন আম্পায়ার কুমার ধর্মসেনা। তবে বাঁহাতি ব্যাটসম্যান বেঁচে যান রিভিউ নিয়ে, বল চলে যাচ্ছিল অফ স্টাম্পের কয়েক সেন্টিমিটার বাইরে দিয়ে। তাসকিনের সাথে আবু জায়েদ চৌধুরি, ইবাদত হোসেনদের শুরুটাও খারাপ ছিল না। লাঞ্চের আগে ৮ ওভারে শ্রীলঙ্কার রান ছিল ১১।