সোনার দামে রেকর্ড, ভরি এক লাখ ১৭ হাজার ৫৭৩ টাকা

0
1

নিজস্ব প্রতিবেদক
ঈদের ঠিক আগ মুহূর্তে ২৮ রমজানে এসে আবার রেকর্ড উচ্চতায় পৌঁছেছে সোনার দাম। আগামীকাল মঙ্গলবার থেকে ভালো মানের প্রতি ভরি সোনা কিনতে হবে এক লাখ ১৭ হাজার ৫৭৩ টাকায়। ভরিতে এক হাজার ৭৪৯ টাকা বাড়িয়ে এই দাম নির্ধারণ করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস)।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা এখন থেকে এক লাখ ১৭ হাজার ৫৭৩ টাকা, ২১ ক্যারেটের দাম এক লাখ ১২ হাজার ২০৭ টাকা এবং ১৮ ক্যারেটের সোনা ৯৬ হাজার ২২৮ টাকায় কিনতে হবে।

এর আগে গত ৬ এপ্রিল ভালো মানের এক ভরি সোনার দাম এক লাখ ১৫ হাজার ৮২৪ টাকা নির্ধারণ করে বাজুস। এতে অতীতের সব রেকর্ড ভেঙে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড সৃষ্টি হয়। একদিনের ব্যবধানে আবারও দাম বাড়ানোর মাধ্যমে নতুন রেকর্ড সৃষ্টি হলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here