সোনার বাংলা গড়তে মুজিব কন্যার বিকল্প নেই: জ্যাকব

0
7

নিজস্ব প্রতিবেদক
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেছেন, মুজিব বিহীন সোনার বাংলা গড়তে মুজিব কন্যা জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই। সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনায় সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত বাংলাদেশ গড়তে নিরবচ্ছিন্নভাবে কাজ করছেন। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলাদেশ বিনির্মাণে স্বার্থকতা নিয়ে আসবে।

আজ সোমবার চরফ্যাশনে চরকলমী ইউনিয়নে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ শেষে সংক্ষিপ্ত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা নির্বাহি কর্মকর্তা আল নোমান, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি,পৌর মেয়র মোরশেদ, উপজেলা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অধ্যাপক জামাল উদ্দিন মহাজন, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহম্মেদ শুভ্র।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here