ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ২৯ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া; কিন্তু অস্ট্রেলিয়ান গণমাধ্যমের খবর অনুযায়ী দেশটির শীর্ষ ক্রিকেটাররা দুই সফর থেকে সরে দাঁড়াচ্ছেন। স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নারসহ অন্তত সাত ক্রিকেটার আসবেন না বাংলাদেশ সফরে।
সিডনি মর্নিং হেরাল্ডের প্রতিবেদন অনুযায়ী স্মিথ, ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, ঝাই রিচার্ডসন, কেন রিচার্ডসন বাংলাদেশ সফরে খেলবেন না। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে প্যাট কামিন্সকে দুই সফরেই পাবে না অস্ট্রেলিয়া।
তাদের পাওয়া যাবে না ভেবেই শেষ মুহূর্তে প্রাথমিক দলে আরও ছয় ক্রিকেটার যুক্ত করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। আগামী ২৮ জুলাই পাঁচটি টি-টুয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া দল। চলতি বছরের টি-টুয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতির অংশ হলেও বাংলাদেশ সফর থেকে শীর্ষ ক্রিকেটারদের নাম প্রত্যাহারের সুযোগ দিবে দেশটি।