হাসেম মহাজনকে ভোলা প্রেসক্লাবের সংবর্ধনা

0
5

নিজস্ব প্রতিবেদক
চরফ্যাসন প্রেসক্লাবের সভাপতি, চর কুকরি মুকরি ইউনিয়ন পরিষদের পর পর তিনবার চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আবুল হাসেম মহাজন কে আনুষ্ঠানিক সংবর্ধনা দিয়েছে ভোলা জেলা প্রেসক্লাব।

ভোলা জেলা প্রেসক্লাবের আয়োজনে বুধবার বেলা ১২টায় ভোলা প্রেসক্লাব মিলনায়তনে তাকে এই সংবর্ধনা দেয়া হয়। এসময় ভোলা জেলা প্রশাসক তৌফিক ই-লাহী চৌধুরী প্রধান অতিথি হিসেবে তাঁর হাতে ক্রেস্ট তুলে দেন। এছাড়াও ক্লাবের অন্যান্য সদস্যরা এ চেয়ারম্যানকে উত্তরীয় চাদর পড়িয়ে দেন। সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চরফ্যাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান, প্রবীন সাংবাদিক আবু তাহের,অধ্যক্ষ ফারুকুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার প্রতিনিধি কামাল সুলতান, ভোলা প্রেসক্লাবের সাবেক সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, চরফ্যাসন প্রেসক্লাবের সভাপতি ও সাংবাদিক আবুল হাসেম মহাজন কুকরি-মুকরী ইউনিয়ন পরিষদে বার বার নির্বাচিত হয়ে প্রান্তিক জনগোষ্ঠীকে সমাজের মূল ধারায় অন্তর্ভূক্ত করতে নিরলস পরিশ্রম করে আজ এ চারাঞ্চলীয় এলাকাকে একটি পর্যটন নগরে রূপান্তরীত করতে বিশেষ ভূমিকা রেখেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here