হেফাজতের মূলোৎপাটন করা হবে: কৃষিমন্ত্রী

0
2
কৃষিমন্ত্রী বোরো ধান কাটা উদ্বোধন করেন

হবিগঞ্জ সংবাদদাতা
কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, কৃষক যাতে নায্যমূল্য পায় সেজন্য কাজ করছে সরকার। এবার কৃষকের খরচ বাদ দিয়ে যাতে লাভ থাকে, সেভাবেই মূল্য নির্ধারণ করা হচ্ছে। ১ হাজার টাকার নিচে দাম হবে না। ১৪ লক্ষ টন ধান ও চাল সংগ্রহ করবে সরকার। শুক্রবার হবিগঞ্জের বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামে বোরো ধান কাটা পরিদর্শন শেষে এসব কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হেফাজতের কাঁধে ভর করে বিএনপি-জামায়াত আবারও ক্ষমতায় আসতে চায়। দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে। সরকারের পতন ঘটাতে চাচ্ছে। তিনি বলেন, হেফাজতের শিকড় যত গভীরেই হউক, তার মুলউৎপাটন করা হবে। মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিতে সরকার কঠোর অবস্থান নিয়েছে। কৃষিমন্ত্রী পরে নিজে ধান কেটে বোরো ধান কাটা উদ্বোধন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here