নিজস্ব প্রতিবেদক
এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো দ্রুত জাতীয়করণের দাবি জানিয়েছে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী মহাজোট। যদি এবছরের মধ্যে দাবি মানা না হয় তাহলে ১০ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি করার হুশিয়ারি দিয়েছে মহাজোটটি।
শুক্রবার (১০ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ হুশিয়ারি জানান মহাজোটের আহ্বায়ক অধ্যক্ষ মো. মাইন উদ্দিন। লিখিত বক্তব্যে তিনি বলেন, স্বাধীনতার পঞ্চাশ বছর পেরিয়ে গেলেও বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারিগণ পূর্ণাঙ্গ সুযোগ সুবিধা থেকে বঞ্চিত।