নিজস্ব প্রতিবেদক
পবিত্র ঈদুল ফিতরের উৎসব নির্বাচনী এলাকার জনগণের সাথে ভাগাভাগি করতে আজ শুক্রবার নির্বাচনী এলাকায় এসেছেন ভোলা-২ (দৌলতখান ও বোরহানউদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপি। তার আগমণ উপলক্ষ্যে বৃহস্পতিবার রাতে বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আলী আজম মুকুল এই সফরে প্রায় ১০ দিনের বেশি সময় এলাকায় অবস্থান করবেন। ওই সময় প্রধানমন্ত্রী’র ত্রাণ তহবিলের খাদ্য সামগ্রী বিতরণ এবং নিজ উদ্যোগে অসহায় মানুষের পাশে মানবিক সহায়তা নিয়ে হাজির হবেন। এছাড়া বেশ কিছু উন্নয়ন মূলক কাজের উদ্বোধন করবেন তিনি।