১০ মিনিটের ব্যবধানে দু’বার টিকা গ্রহণ

0
5

খোকসা (কুষ্টিয়া) সংবাদদাতা

কুষ্টিয়ার খোকসায় কোভিড-১৯ টিকা কেন্দ্রে এক ব্যক্তিকে ১০ মিনিটের ব্যবধানে দুই বার টিকা দেয়ার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার বুজরুক মির্জাপুর গ্রামের জনৈক বাশারুজ্জামান (৩৮) টিকা নিতে আসেন। তিনি টিকার কার্ড নিয়ে নির্ধারিত কক্ষে টিকা নিতে গেলে, কর্তব্যরত নার্স তাঁকে টিকা দেন। এর কিছুক্ষণ পর আবার তাঁকে ডেকে টিকা দেয়া হয়।

এ ব্যাপারে টিকা গ্রহণকারী বাসারুজ্জামান বলেন, ‘আমি তো কিছু জানি না, একবার টিকা নিলাম, তার কিছুক্ষণ পর আবার আমাকে আরেক ডোজ টিকা দিল। আমি ভেবেছিলাম দুইবার করেই নিতে হয়।’

এমন ঘটনার জন্য কর্তব্যরত নার্স বলেন, এটা একটা ভুল, তিনি একবার টিকা নিয়েছেন অথচ আমাকে বলেন নাই।

এ বিষয়ে খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. কামরুজ্জামান সোহেল বলেন, এর জন্য টিকা গ্রহণ করা ব্যক্তিই দায়ী।

তিনি কেন বলেন নাই যে তাঁকে টিকা দেয়া হয়েছে। তবে দুইবার টিকা দেয়া হলেও কোনো সমস্যা হবে না বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here