নিজস্ব প্রতিবেদক
আগামী ১৯ আগস্ট থেকে অর্ধেক আসনে খুলবে চরফ্যাশনের পর্যটন স্পট, বিনোদন কেন্দ্র ও কমিউনিটি সেন্টারগুলো।
গত বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে চলমান বিধিনিষেধ আরও শিথিলের বিষয়ে এ কথা জানানো হয়।
চলমান বিধিনিষেধ আরও শিথিলের সিদ্ধান্তে বলা হয়, পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র আসন সংখ্যার শতকরা ৫০ শতাংশ ব্যবহার করে চালু করতে পারবে।
সরকারের এই সিদ্ধান্তকে ধন্যবাদ জানান, চরফ্যাশনের ব্যবসায়িরা। তারা বলেন, চরফ্যাসনের পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র আসন সংখ্যার শতকরা ৫০ শতাংশ খালি রেখে ১৯ আগস্ট থেকে খুলে দেয়া হবে।
বিধিনিষেধ আরও শিথিলের সিদ্ধান্তে বলা হয়, কোনো প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি প্রতিপালনে অবহেলা পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়িত্ব বহন করবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, চরফ্যাশনের পর্যটন স্পটগুলোর মধ্যে রয়েছে, জ্যাকব টাওয়ার, ফ্যাশনস্কয়ার, শেখ রাসেল বিনোদন পার্ক, কুকরি-মুকরি, সোনার চর, তাড়ুয়া সৈকত, ঢাল চর, খামার বাড়ী, বেতুয়া প্রশান্তি পার্ক ও মনপুরার দক্ষিণা হাওয়া সী-বীচ।