২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা ট্রাম্পের

0
1

আন্তর্জাকিত ডেস্ক

২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতার ঘোষণা দিলেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আমেরিকার স্থানীয় সময় মঙ্গলবার (১৫ নভেম্বর) ট্রাম্প ফ্লোরিডার পাম বিচে অবস্থিত তার মার-আ-লাগো এস্টেটে এ ঘোষণা দেন তিনি।

শত শত সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, আমেরিকাকে আবার মহান এবং গৌরবময় করার জন্য আমি আজ রাতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে আমার প্রার্থিতা ঘোষণা করছি।

ট্রাম্প আরও বলেছেন, আমি এ প্রতিদ্বন্দ্বীতায় নামছি কারণ, আমি বিশ্বাস করি- এই জাতি কী হতে পারে তার আসল মহিমা বিশ্ব এখনও দেখেনি। দেশটিতে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের দল রিপাবলিকানদের কংগ্রেসে যে সাফল্য পাওয়ার কথা ছিল তা পায়নি।

ইতোমধ্যে সিনেটে ডেমোক্রেটদের জয় নিশ্চিত হয়েছে। অন্যদিকে, প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের যে বিপুল আসন পাওয়ার আভাস করেছিল দলটি তা পাচ্ছে না। তার মধ্যেই ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতার ঘোষণা দিলেন ট্রাম্প।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here