২০২৫ সালে নিজস্ব মহাকাশ স্টেশন চালুর ঘোষণা রাশিয়ার

0
5

আন্তর্জাতিক ডেস্ক: ২০২৫ সালে নিজেদের মহাকাশ স্টেশন চালু হবে এবং আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে নিজেদের প্রত্যাহার করতে পারবে বলে জানিয়েছে রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমস। এএফপি।

রসকসমস প্রধান জানান, নতুন একটি স্টেশনের প্রথম মডিউলের কাজ শুরু হয়েছে। রুশ কর্মকর্তা আইএসএস থেকে নিজেদের প্রত্যাহারের বিষয়টি বিবেচনা নিয়ে সতর্ক করার পর এই উদ্যোগ নেয়া হয়। পশ্চিমাদের সঙ্গে সহযোগিতা সফল করার উদ্যোগে এটি ছিল আইএসএসে রাশিয়ার অংশগ্রহণ।

গোয়েন্দাবৃত্তির অভিযোগ, ইউক্রেন সীমান্তে রুশ সেনা মোতায়েন ও রুশ প্রেসিডেন্টের সমালোচক আলেক্সেই লাভালনির স্বাস্থ্যের অবনতি নিয়ে পশ্চিমাদের সঙ্গে উত্তেজনার মধ্যেই রাশিয়ার পক্ষ থেকে এই মহাকাশ স্টেশন স্থাপনের ঘোষণা দেয়া হলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here