সিরাজগঞ্জ সংবাদদাতা
সিরাজগঞ্জের তাড়াশে হাতির পিঠে চড়ে বিয়ে করেছেন রতন প্রামাণিক নামের এক ইরাক প্রবাসী। দুই হাজার ৫০০ বরযাত্রী নিয়ে ও হাতির পিঠে চড়ে বিয়ের আয়োজনে এলাকায় রীতিমতো হৈচৈ পড়েছে। এমন জমকালো বিয়ের ঘটনা এলাকাজুড়ে চলছে আলোচনা। গতকাল বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিয়ের আয়োজনটি করা হয় তাড়াশ উপজেলার পৌর এলাকার কোহিত মহল্লায়।
জানা গেছে, ওই মহল্লার বাসিন্দা তাড়াশ ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. রব্বেল প্রামাণিক এলাকায় বেশ পরিচিতি আছে। প্রায় বছর পঁচিশ আগে তারই বড় ভাই মো. একদিল প্রামাণিকের স্ত্রী সন্তান প্রসবের সময় নবজাতক রেখে আকস্মিকভাবে মারা যান। এ সময় রব্বেল প্রামাণিক ও তার স্ত্রী কমেলা খাতুন মা হারা নবজাতককে বাড়িতে নিয়ে আসেন। কোলে তুলে নিয়ে নাম রাখেন মো. রতন প্রামাণিক। পাশাপাশি পাড়া প্রতিবেশীদের সামনে ঘোষণা দেন- ছেলে বড় হলে তাকে হাতির পিঠে চড়িয়ে বিয়ে করাতে নিয়ে যাবেন এবং হাতির পিঠে চড়িয়ে নতুন বউ বাড়িতে আনবেন।