আন্তর্জাতিক ডেস্ক
৩০০ রুশ কূটনীতিককে বহিষ্কার করতে চান কয়েকজন মার্কিন সিনেটর। ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় শিবিরের একাধিক সিনেটর গত মঙ্গলবার (৫ অক্টোবর) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে এ দাবি জানিয়েছেন। রয়টার্স।
এই সিনেটরদের দাবি, রাশিয়ায় ওয়াশিংটনের প্রতিনিধি হিসেবে পর্যাপ্ত সংখ্যক মার্কিন কূটনীতিককে মস্কো ভিসা না দিলে যুক্তরাষ্ট্র থেকে ৩০০ রুশ কূটনীতিককে বহিষ্কার করতে হবে। এ ব্যাপারে তারা প্রেসিডেন্ট বাইডেনকে চিঠিও দিয়েছেন।
রয়টার্স জানায়, রুশ কূটনীতিকদের বহিষ্কারের দাবি জানানো মার্কিন সিনেটররা হলেন ডেমোক্র্যাট পার্টির বব মেনেনডেজ ও মার্ক ওয়ার্নার এবং রিপাবলিকান পার্টির জিম রিশ ও মার্কো রুবিও। তারা সিনেটের বৈদেশিক সম্পর্ক ও গোয়েন্দাবিষয়ক কমিটির নেতা।