মনপুরা সংবাদদাতা
মনপুরায় তিন মেগাওয়াট ক্ষমতার একটি হাইব্রিড বিদ্যুৎকেন্দ্র স্থাপন করবে বেসরকারি প্রতিষ্ঠান ওয়েস্টার্ন রিনিউবল এনার্জি প্রাইভেট লিমিটেড। এরই মধ্যে বিদ্যুৎ বিভাগের কারিগরি কমিটি এবং প্রস্তাব মূল্যায়ন কমিটি বেসরকারি এ প্রতিষ্ঠানটির প্রস্তাব মূল্যায়ন শেষে নির্বাচন করার জন্য সুপারিশ করেছে।
জানা যায়, মনপুরায় সরকার হাইব্রিড বিদ্যুৎকেন্দ্র স্থাপন করতে চায়। ওই বিদ্যুৎকেন্দ্রটি প্রয়োজন অনুযায়ী সোলার ব্যাটারি এবং ডিজেলে চালানো যাবে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানায়, বিদ্যুৎকেন্দ্রটির সঙ্গে পিডিবি ২০ বছর মেয়াদি বিদ্যুৎ কেনার চুক্তি করবে। প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য নির্ধারণ করা হয়েছে ২১ টাকা ২৫ পয়সা।
জানা গেছে, গত বছরের মার্চে প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরীর সভাপতিত্বে মুজিববর্ষে অফগ্রিড এলাকায় শতভাগ বিদ্যুতায়ন নিশ্চিত শীর্ষক এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) আওতাধীন অফগ্রিড এলাকা (যেখানে গ্রিড লাইনে বিদ্যুৎ সংযোগ দেয়া যায় না) ভোলার মনপুরা এলাকায় একটি হাইব্রিড বিদ্যুৎকেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়।