৪ থেকে ২৫ অক্টোবর ২২ দিন ইলিশ ধরা বন্ধ

0
7

নিজস্ব প্রতিবেদক
আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা ও বিক্রয় বন্ধ থাকবে। এ সময় দেশব্যাপী ইলিশ আহরণ, বিপণন, ক্রয়-বিক্রয়, পরিবহন, মজুদ ও বিনিয়োগ নিষিদ্ধ।

৪ অক্টোবর থেকে ইলিশ মাছ ধরা বন্ধ হয়ে যাবে। পরিবার পরিজন নিয়ে কিভাবে সংসার চালাবেন তার চিন্তায় এখন জেলেরা হতাশ। সরকার জেলেদের বিকল্প কর্মসংস্থানের ব্যাবস্থা না করলে জেলেরা বেকার হয়ে পড়বে। পরিবার পরিজন নিয়ে জেলেরা এখন দু:চিন্তায় আছেন।

মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোঃ ইফতেখার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২২ দিন ইলিশ মাছ আহরণ, বিপণন, ক্রয়-বিক্রয়, পরিবহন, মজুদ ও বিনিয়োগ নিষিদ্ধ ঘোষণ করা হয়েছে।

সরকারের ইলিশ ধরা বন্ধের এই ঘোষণায় চরফ্যাশন ও মনপুরার জেলেরা পড়েছেন বিপাকে। এ বছর ব্যাপকভাবে ইলিশ ধরতে না পাড়ায় এই নিষেধাজ্ঞার কারনে তারা হতাশ।

বাংলাদেশ মৎস্য গবেষনা ইনষ্টিটিটের তথ্য অনুযায়ী দেশের মোট মৎস্য উৎপাদনের প্রায় ১২ শতাংশ আসে ইলিশ থেকে। আর সরকারী হিসেবে জিডিপিতে ইলিশের অবদান ১ শতাংশ ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here