ক্রীড়া প্রতিবেদক
ম্যানচেষ্টারে পঞ্চম টেস্ট শুরুর আগেই করোনা আক্রান্ত ভারতীয় ক্রিকেট দলের ফিজিও যোগেশ। কোচিং স্টাফ করোনা আক্রান্ত হওয়ায় সিরিজের শেষ টেস্টে খেলতে রাজি হচ্ছেন না বিরাট কোহলিরা।
তবে ইংল্যান্ডের ক্রিকেট বিশ্লেষকরা মনের করছেন পাঁচ ম্যাচের সিরিজে ২-১ এগিয়ে থাকা ভারত, শেষ টেস্টে ম্যানচেস্টারে হেরে যাওয়ার আশঙ্কায় খেলতে রাজি হচ্ছে না।
ভারত ম্যানচেস্টার টেস্টে না খেলার সিদ্ধান্ত নেয়ার পর থেকেই রাগে ফুঁসছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
ইসিবি কর্মকর্তা টম হ্যারিসন বলেছেন, গত দুই দিনে যা হয়েছে, সেটা খুবই ভয়াবহ। আমরা ভারতীয় দলকে খেলানোর জন্য সব রকমের চেষ্টা করেছি। তারা কিছুতেই রাজি হচ্ছে না।