চরফ্যাশন ও ভোলায় যায়যায়দিন এর প্রতিষ্ঠাবার্ষিকী পালন

0
3

নিজস্ব প্রতিবেদক
চরফ্যাশন ও ভোলা সদরে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক যায়যায়দিন এর ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পলিত হয়েছে।

৩০ জুন, বেলা ১১ টায় চরফ্যাসন প্রেসক্লাবে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে জন্মদিনে কেক কাটা ও রেলী অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস, চরফ্যাসন প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র।

এদিকে ভোলায় কেককাটাসহ নানা আয়োজনে যায়যায়দিনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

বুধবার বেলা ১১টার দিকে ভোলা প্রেসক্লাব মিলনায়াতনে সিমিত পরিসরে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

অনুষ্ঠানে যায়যায়দিনের স্টাফ রিপোর্টার নুরে আলম ফয়জুল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন, আরটিভি জেলা প্রতিনিধি অমিতাব রায় অপু, এসএ টিভির এডভোকেট সাহাদাত হোসেন শাহিন, বাংলাদেশ প্রতিদিনের জুন্নু রায়হান, একুশে টিভির মেজবাহ উদ্দিন শিপু, বিটিভির তৈয়বুর রহমান, সাংবাদিক আল আমিন শাহরিয়ার ও ইকরামুল আলম প্রমূখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here