নিজস্ব প্রতিবেদক
চরফ্যাসন উপজেলার নীলকমল ইউনিয়নে আগুনে একটি বসতঘর পুড়ে গেছে।
সোমবার রাত সাড়ে ১২ টার দিকে ঘোষের হাট লঞ্চঘাট সংলগ্ন নুরনবীর বাড়ীতে এই অগ্নিকাণ্ড ঘটে।
জানা যায়, রাত সাড়ে ১২ টায় চুলার আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এসময় স্থানীয়রা ওই বসতঘরের বাসিন্দা নারী পুরুষসহ ৫ জনকে উদ্ধার করে আগুন নেভানোর চেষ্টা করে।
খবর পেয়ে, চরফ্যাশন ফায়ার সার্ভিস স্টেশনেরকর্মীরা স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন।