ক্রীড়া প্রতিবেদক
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে না খালার ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। আজ বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।
ভিডিও বার্তায় তামিম চোট কাটিয়ে বিশ্বকাপের আগেই ফিট হয়ে উঠবেন বলে আশা করছেন। তবে লম্বা সময় ধরে এই সংস্করণের বাইরে থাকায় ম্যাচ অনুশীলনের ঘাটতি এবং অন্যান্য পারিপার্শ্বিকতা মিলিয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন।
তামিম জানান, বিসিবি সভাপতি নাজমুল হাসান ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনকে আগেই জানিয়েছেন নিজের ভাবনা।
সম্প্রতি জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজের পর থেকে হাঁটুর চোটের কারণে মাঠের বাইরে আছেন তামিম ইকবাল। বর্তমানে তার পুনবার্সন চলছে।
গত বছরের মার্চে বাংলাদেশের হয়ে সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন তিনি।
তামিমের ভিডিও বার্তার লিংক (লিংকটি কপি করে ইউটিউবে সার্চ করলেই বর্তাটি দেখা ও শোনা যাবে):
https://www.facebook.com/TamimOfficial/videos/2961001187474202/