নিজস্ব প্রতিবেদক
চরফ্যাশনে বিদ্যুৎস্পৃষ্টে মো: মফিজ (৪৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২২ অক্টোবর) শশীভূষণ বাজারের ব্যবসায়ী নাজিম উদ্দিন পঞ্চায়েতের টিন রাখার গুদামঘরে এ ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মফিজ শশীভূষণ ৩ নম্বর ওয়ার্ডের মৃত নজির আহম্মেদ পাটোয়ারীর ছেলে।
জানা গেছে, মফিজ বাজারে শ্রমিকের কাজ করতেন। সকালে টিন ব্যবসায়ী নাজিম উদ্দিন পঞ্চায়েতের টিন রাখার গুদাম মেরামতের কাজ চলছিলো। তখন গুদামের টিন সরাতে গেলে ফ্যানের ছেঁড়া তারের সাথে টিন বিদ্যুতায়িত হয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।