বরিশাল অফিস
আজ বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশ। একদিন আগের রাতে খোলা আকাশের নিচে অবস্থান নিয়েছে বিএনপির হাজার হাজার নেতাকর্মী। সমাবেশস্থলেই রাত্রিযাপন করবেন বিভাগের ৬ জেলা ও উপজেলা থেকে আসা নেতাকর্মীরা। এদিকে শনিবার সমাবেশ উপলক্ষে রাতের মধ্যেই প্রস্তুত করা হয়েছে মঞ্চ। অপরদিকে বিএনপি নেতাকর্মীদের হুলস্থূলের কারণে সমাবেশস্থলে সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিকদের জন্য করা স্টেজ ভেঙে পরে দুই সাংবাদিক আহত হয়েছে।
শুক্রবার (৪ নভেম্বর) রাত ৮টার পর থেকেই সমাবেশস্থলে ভিড় জমে যায়। মিছিল সহকারে নেতাকর্মীরা আসতে থাকেন সমাবেশস্থল বঙ্গবন্ধু উদ্যানে। কারো হাতে কম্বল আবার কারো হাতে ছিলো হোগল পাটি। রাতে অবস্থান নেওয়ার জন্য সকল প্রস্তুতি নিয়েই সমাবেশস্থলে এসেছেন এসব নেতাকর্মীরা।
ভোলার চরফ্যাশন উপজেলার চরমাইক্কা ইউনিয়নের যুবদলের সাধারণ সম্পাদক রহিম সরদার বলেন, সবকিছু বন্ধ থাকায় বৃহস্পতিবার সমাবেশস্থলে। ট্রলার নিয়ে চরফ্যাশন থেকে আমরা ২শ নেতাকর্মী বরিশালে এসে সমাবেশস্থলেই থাকছি। রাতে নিরাপত্তার জন্য তাবু টানিয়ে গতরাতে থেকেছি, আজও থাকবো। আগামীকাল সমাবেশ সফল করে বাড়ি ফিরবো ইনশাআল্লাহ।
কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন বলেন, আমাদের হাজার হাজার নেতাকর্মী সমাবেশস্থলে অবস্থান নিয়েছে। সরকারের কোনো বাঁধাই কাজে আসেনি।
বরিশাল বিএনপির বিভাগীয় সমাবেশের মঞ্চ প্রস্তুত কমিটির যুগ্ম আহবায়ক খন্দকার আবুল হোসেন লিমন বলেন, ৫০ ফুট দৈর্ঘ্য ও ২৫ ফুট প্রস্থ মঞ্চ তৈরি করা হয়েছে। ব্যানারও লাগানো শেষ হয়েছে। এছাড়াও সমাবেশস্থলসহ আশপাশে ১২০টি মাইক লাগানো হয়েছে।